Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার হাবাসপুরে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি পুত্র মিতুল হাকিম

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ১০ই এপ্রিল বিকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার পুত্র জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমের অর্থায়নে উপজেলা আওয়ামী লীগের ব্যবস্থাপনায় ইউনিয়নের কাইয়ুম ডাক্তারের মোড়, চরঝিকড়ী উচ্চ বালিকা বিদ্যালয় ও চর আফড়া মন্ডল মোড় এলাকায় অসহায় ৭শত দুঃস্থ-শ্রমজীবী ও ভ্যান চালকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পুত্র আওয়ামী লীগ নেতা আশিক মাহমুদ মিতুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফিউদ্দিন পাতা, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান আলী, কালুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মজুন, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, হাবাসপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মোঃ রহমত আলী, সহ-সভাপতি মজিবর রহমান ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিউদ্দিন ও হাবাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ জহুরুল হক সবুজ প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আশিক মাহমুদ মিতুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার পিতা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম আপনাদের মাঝে দুর্যোগ মোকাবেলায় সহায়তা দিয়ে যাচ্ছি। তবে এখানেই শেষ নয় দেশের এমন পরিস্থিতি চলমান থাকলে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আপনারা শুধু নিজেরা সচেতন হয়ে নিজ নিজ ঘরে অবস্থান করুন। যাতে করে এই মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে।