Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর পাংশায় মারা যাওয়া ট্রাক চালকের শরীরে করোনা ভাইরাস পায়নি ঃ আইইডিসিআর

॥দেবাশীষ বিশ্বাস॥ পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে গত ৬ই এপ্রিল মৃত্যুবরণকারী ট্রাক চালক রুহুল আমিন(৩৫) এর শরীরে করোনা ভাইরাসের নমুনা পায়নি ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট(আইইডিসিআর)।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, গত সোমবার ঠান্ডা, জ্বর, শরীরে ব্যথা ও ডায়রিয়া রোগে মারা যাওয়া ট্রাক চালকের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার যে প্রতিবেদন এসেছে, তাতে উল্লেখ করা হয়েছে-নিহতের শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়নি।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, যেহেতু তার(নিহত ট্রাক চালক) শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়নি তাই সেনগ্রাম এলাকার লকডাউন প্রত্যাহার করা হচ্ছে। সেই সাথে সেখানকার বাসিন্দাদের সরকারী নির্দেশাবলী মেনে চলার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, পাংশার সেনগ্রামের রুহুল আমীন ঢাকায় ট্রাক চালাতেন। ১৩/১৪দিন আগে সে জ্বর, ঠান্ডা, কাশি ও শরীর ব্যথা নিয়ে নিজ বাড়ীতে এসে আত্মগোপনে ছিল। গত ৬ই এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়ার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত রুহুল আমিনের জানাযার জন্য কেউ উদ্যোগী না হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে সেনগ্রাম কবরস্থানের পাশে স্থানীয় চেয়ারম্যানসহ ৫জন মানুষকে নিয়ে পুলিশ জানাযার আয়োজন করে।

পাংশা সার্কেলের এএসপি মোঃ লাবীব আব্দুল্লাহ এবং পাংশা থানার ওসি আহসান উল্লাহ ও থানার কয়েকজন পুলিশ সদস্য জানাযায় অংশগ্রহণ করে। সেনগ্রাম বাজার জামে মসজিদের ইমাম আব্দুস সালাম এতে ইমামতি করেন। জানাযা শেষে তাকে সেনগ্রাম কবরস্থানে দাফন করা হয়।