॥স্টাফ রিপোর্টার॥ ‘সেবার প্রত্যয়ে আমরা’-এই শ্লোগানকে সামনে রেখে ‘ঢাকাস্থ খানখানাপুর সমিতি’র উদ্যোগে করানা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা ৩শত হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ৮ই এপ্রিল সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হতদরিদ্র পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন ‘ঢাকাস্থ খানখানাপুর সমিতি’র সদস্যরা।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ঃ পাঁচ কেজি চাল, আধা কেজি ডাল, দুই কেজি আটা, দুই কেজি আলু ও একটি সাবান।
খাদ্য সামগ্রী বিতরণের সময় ঢাকাস্থ খানখানাপুর সমিতি’র আহবায়ক গাজী আশরাফুল বারী মুকুল, যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, সোহেল রানা, সুজন, আসিফ, বশির, ফরহাদ ও মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের যারা ঢাকায় অবস্থান করেন তাদের নিয়ে এক বছর আগে গঠিত হয় ‘ঢাকাস্থ খানখানাপুর সমিতি’।