Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নিউজার্সিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১হাজার ২৭জন॥মৃত্যু ১৭০০জন

॥নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু॥ যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে মোট আক্রান্ত ৫১হাজার ২৭জন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০০ জন।

রাজ্যটিতে এখন পর্যন্ত ১জন নারীসহ মোট ৭জন বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গত এক সপ্তাহে অনেক বাংলাদেশী বংশোদ্ভু আমেরিকান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা সবাই করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতাল ও নিজের বাসায় চিকিৎসাধীন আছেন ।

তবে এখন পর্যন্ত কতজন বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান ওই সংক্রামিত ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার সঠিক সংখ্যা ও তথ্য জানা নেই কারো।

এ দিকে গতকাল ৯ই এপ্রিল নিউজার্সি স্টেট গভর্নর ফিল মারফি জানিয়েছেন রাজ্যটিতে গত ২৪ ঘন্টায় ৪৭১ জন করোনা ভাইরাসে আক্রান্ত নিউজার্সি রিসিডেন্ট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। নতুন আক্রান্ত হয়ে নিউজার্সির বিভিন্ন হাসপাতালে  ভর্তি হয়েছেন ৩৬৩৩ জন এর মধ্যে ১৫২৩ জন আছেন নিবির পর্যবেক্ষনে এবং ১৫৫১ জন আছেন ভেন্টিলেটরে।