Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুরে ২শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

॥আশিকুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর বটতলা বাজারের মাছরাঙা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা স্থানীয় ২শত দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।

গতকাল ৮ই সকালে রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবার প্রতি ৫ কেজি করে চাল, ৩ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১টি করে সাবান ও ১টি করে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় মাছরাঙা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি শামীম রব্বানী রব, সাধারণ সম্পাদক পাপ্পু বিশ্বাস, স্থানীয় সমাজসেবক আব্দুল মান্নান মাস্টার, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ ফিরোজ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী লুৎফর রহমান, সাবেক ইউপি সদস্য আবু আহম্মদ শেখ, বিল্লাল শেখ, সমাজসেবক জাহিদ শেখ, রহমান খান, ইকবাল হোসেন, রিয়াজ খান, ওহাব আলী শিকদার ও নিজাম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাছরাঙা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি শামীম রব্বানী রব বলেন, করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে খেটে খাওয়া শ্রমজীবী পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় আমরা সমিতির পক্ষ থেকে স্থানীয় অতিদরিদ্র পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগে নেই। স্থানীয় কয়েকজন প্রবাসী ও বিত্তবানরাও আর্থিক সহযোগিতা করেন।