Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর বিভিন্ন বাজারে টিভি চালিয়ে লোক জড়ো করায় ৪জন দোকানীকে জরিমানা

॥আশিকুর রহমান॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারী নির্দেশনা অমান্য করে দোকানে টিভি চালিয়ে লোক জমায়েত করার অপরাধে ৪জন দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ৫ই এপ্রিল সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান।
সেনাবাহিনী ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন।
সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে জনসমাগম না করার জন্য সরকারী নির্দেশনা রয়েছে। যে কারণে জনসমাগম ঠেকাতে আমরা সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়, কল্যাণপুর বাজার ও গোদার বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে টিভি চালিয়ে লোক জড়ো করার অপরাধে অর্থাৎ সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে সম্ভাব্য সহায়তা করার অপরাধে ৪জন দোকানীকে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে সাড়ে ৪হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান জানান, এই অভিযান অব্যাহত রাখা হবে।