Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুর সদরের ৩২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করবে আওয়ামী লীগ —ইঞ্জিঃ মোশাররফ হোসেন

॥মাহবুব হোসেন পিয়াল॥ করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে ফরিদপুর সদরের ৩২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করবে আওয়ামী লীগ।
গতকাল ৪ঠা এপ্রিল সকালে ফরিদপুর সদরের বদরপুরের বাসভবনে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিঃ খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘সারাদেশে অঘোষিত লকডাউন চলায় এর প্রভাব সবচেয়ে বেশী পড়েছে খেটে খাওয়া মানুষের উপর। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফরিদপুর সদরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো প্রশাসনের সাথে সমন্বয় করে ৩২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে থাকবে ৫ কেজি চাল, ৩ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১লিটার তেল ও ১টি করে সাবান’।
এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।