॥মাহবুব হোসেন পিয়াল॥ করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে ফরিদপুর সদরের ৩২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করবে আওয়ামী লীগ।
গতকাল ৪ঠা এপ্রিল সকালে ফরিদপুর সদরের বদরপুরের বাসভবনে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিঃ খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘সারাদেশে অঘোষিত লকডাউন চলায় এর প্রভাব সবচেয়ে বেশী পড়েছে খেটে খাওয়া মানুষের উপর। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফরিদপুর সদরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো প্রশাসনের সাথে সমন্বয় করে ৩২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে থাকবে ৫ কেজি চাল, ৩ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১লিটার তেল ও ১টি করে সাবান’।
এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।