Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মার্কিন যুক্তরাষ্ট্রকে ডুবোড্রোনটি ফেরত দেবে চীন

॥মাতৃকন্ঠ ডেস্ক॥ গত বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমার দক্ষিণ চীন সাগর মার্কিন ডুবোড্রোনটি আটক করে চীন । চীন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ডুবোড্রোনটি ফেরত দেবে। এই ব্যাপারে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় চীনের বিরুদ্ধে ‘চুরির’ অভিযোগ এনেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত কয়েক দশকের মধ্যে এই দুই পরাশক্তির মধ্যে এটা সবচেয়ে গুরুতর সামরিক বিরোধপূর্ণ ঘটনা। পেন্টাগন জানিয়েছে যে, আনম্যানড আন্ডারওয়াটার ভেহিকেল (ইউইউভি) নামের ড্রোনটি বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার করার সময় এটিকে আটক করা হয়।পেন্টাগন চীনকে ড্রোনটি ফেরত দিতে বলেছে এবং ভবিষ্যতে চীন যেন এ ধরনের কাজ আর না করে সে ব্যাপারে সতর্ক করেছে। কিন্তু পেন্টাগনের এক মুখপাত্র শনিবার রাতে জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘যথাযথ উপায়ে’ ড্রোনটি ফেরত দেয়া হবে। এছাড়াও ডোনাল্ট ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘চীনকে বলা উচিত তারা আমাদের যে ড্রোনটি চুরি করেছে আমরা তা ফেরত চাই না। এটি তাদের কাছেই রাখতে দিন।