॥শেখ মামুন॥ হিজড়াদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী দিয়েছেন ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম। গতকাল ৩০শে মার্চ দুপুরে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের দোতলায় অবস্থিত মোঃ আশরাফুল ইসলামের মালিকানাধীন ‘পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনাল’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয় থেকে ‘স্বপ্ন হিজড়া উন্নয়ন সমিতি’র সদস্যভূক্ত ১৫জন হিজড়ার মধ্যে জনপ্রতি ৫ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার হিজড়াদের হাতে এই খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন। এ সময় ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম, কবি মনিরুজ্জামান মিন্টু ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে সব শ্রেণী-পেশার মানুষই দুর্দশার মধ্যে পড়েছে। তাদের মধ্যে তৃতীয় লিঙ্গের মানুষগুলোর, যাদেরকে আমরা হিজড়া বলি তাদের দুর্ভোগ আরও বেশী। এ জন্য জেলার হিজড়া জনগোষ্ঠীর সদস্যদেরকে সহায়তা করার উদ্যোগ নিয়েছি। আজ কয়েকজনকে সহায়তা করলাম। পর্যায়ক্রমে জেলার সকল হিজড়াকেই সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, পুলিশ সুপার হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণের যে কার্যক্রম বাস্তবায়ন করছেন তাতে উদ্বুদ্ধ হয়ে আমি তাকে ধন্যবাদ জানিয়ে ফোন করেছিলাম। তখন দু’জনের মধ্যে আলাপে আমরা হিজড়াদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেই।