॥তনু সিকদার সবুজ॥ করোনা ভাইরাস প্রতিরোধে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী আদিবাসী পল্লীর দেড় শতাধিক পরিবারের মধ্যে জেলা পুলিশের তৈরী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
গতকাল ৩০শে মার্চ দুপুরে বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা ওই আদিবাসী পল্লীতে গিয়ে এই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার ও পূর্ব মৌকুড়ী আদিবাসী সমিতির সভাপতি পাইলট সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি থানাও ওসি একেএম আজমল হুদা বলেন, করোনার সংক্রমণ রোধে জীবাণুমুক্ত থাকার কোন বিকল্প নেই। বাজারে চাহিদামত হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সরবরাহ না থাকায় সাধারণ মানুষের কথা ভেবে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার এর উদ্যোগে জেলা পুলিশ ১০ হাজার মাস্ক ও ৫০ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় আদিবাসী পল্লীর দেড় শতাধিক পরিবারের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হলো।