Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা অর্ধশত দুঃস্থ্য শিশুদের মুখে হাসি ফুটালো

॥আবুল হোসেন॥ স্বামী পরিত্যক্তা রেহেনা খাতুনের ঘরে রয়েছে বৃদ্ধা মা ও একমাত্র শানিলা নামের দুই বছরের ফুটফুটে কন্যা শিশু। প্রায় এক বছর ধরে স্বামী খোঁজ না নেওয়ায় রেহেনা এসে পড়েছে বৃদ্ধা মা যে বাড়িতে কাজ করেন সেখানে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার বদিউজ্জামান বেপারী পাড়ার এক বাড়িতে কাজ করে খান রেহেনার মা। সেখান থেকে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা শানিলাকে খুজে বের করেন একটি রঙ্গিন জামা দিতে।
বন্ধুসভার সদস্যদের দেওয়া ঠিকানা মতে বেবী ফার্মেসীর তৃতীয় তলায় প্রথম আলো গোয়ালন্দ প্রতিনিধির কার্যালয়ে গতকাল বুধবার দুপুর থেকেই সবাই এসে হাজির হয়। সেখানে অন্যান্যদের সাথে শানিলার মা এসেছিল তার অসহায় শিশু কন্যাকে নিয়ে। এ সময় বন্ধুসভার সদস্যরা অন্যান্যদের মতো তার হাতেও একটি রঙ্গিন জামা তুলে দিলে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, স্বামী অনেক দিন কোন খোঁজ নেয়না। নিজেরই খাওন ঠিকমতো জোটেনা, সেখানে এই শিশু বাচ্চার খাবার কিভাবে জোগার করবো। সামনে ঈদ, অথচ এই শিশুটিরও খোঁজ নিলনা। এই সময় আপনার একটি জামা দিলেন মানে আমার বুকের ভার নামাইয়া দিলেন। এই খুশি আমি কিভাবে আপানাদের দেখাবো। মানুষের কাছে হাত পাইতা আর কত চলা যায়। শানিলার মতো আরো অনেকে এসেছিল।
বন্ধুসভার সদস্যরা নিজেদের অর্থায়নে প্রায় অর্ধশত শিশুর হাতে ঈদের আগে একটি করে রঙ্গিন জামা তুলে দেন। এ সময় প্রথম আলো প্রতিনিধি এম.রাশেদুল হক ছাড়াও বন্ধুসভার উপদেষ্টা ফরিদা আকতার, সভাপতি শেখর আহমেদ বাবু, ফকির জাহিদ হোসেন, সাইফুল ইসলাম, মইনুল হক মৃধা, বাপ্পি প্রমূখ উপস্থিত ছিলেন। একটি করে রঙ্গিন জামা পেয়ে অনেকের মুখ রঙ্গিন হয়ে উঠে।