Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী থেকে ঢাকায় পাঠানো ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি

॥দেবাশীষ বিশ্বাস॥ করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো রাজবাড়ী জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামের মোঃ কৌশিকুজ্জামান(৩০) এর শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম।
গতকাল ২৯শে মার্চ সন্ধ্যায় তিনি দৈনিক মাতৃকণ্ঠকে বলেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের কোন জীবাণু না পাওয়ায় বিকাল ৪টার দিকে তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে রিলিজ (ছাড়পত্র) দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৬শে মার্চ রাতে জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার শরীরে জ্বর ও কাশি নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরণ করা হয়।