Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর মদাপুরে ইউপিতে জীবাণুনাশক ওষুধ ছিটালেন আওয়ামী লীগ নেতা মজনু

॥দেবাশীষ বিশ্বাস॥ কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু’র ব্যক্তিগত উদ্যোগে মদাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়েছে।
গতকাল ২৯শে মার্চ বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে তিনি গান্ধিমারা বাজার, মদাপুর বাজার, গোয়ালপাড়া বাজার, কাটাবাড়ীয়া মোড়, ধুপুড়িয়া মোড় ও দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় ডাম্প ট্রাকের মাধ্যমে জীবাণুনাশক ওষুধ মেশানো পানি ছিটিয়ে দেয়া হয়।
এ সময় মিজানুর রহমান মজনুর সঙ্গে মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবিএম রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, গান্ধিমারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক জেলাল মেম্বার ও ব্যবসায়ী সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জীবাণুনাশক ওষুধ ছিটানোর বিষয়ে আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু বলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম আমাকে জনগণের পাশে থেকে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তার পরামর্শে মদাপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জীবাণুনাশক ওষুধ ছিটালাম। শীঘ্রই রিক্সা-ভ্যান চালকসহ হতদরিদ্র মানুষদের মধ্যে খাদ্য সামগ্রীও বিতরণ করবো।
তিনি করোনা ভাইরাসের ব্যাপারে আতংকিত না হয়ে সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।