Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করলেন থানার ওসি॥বেদে পরিবার মানবেতর জীবনযাপন করছে

॥আশিকুর রহমান॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে (আহলাদিপুর হাইওয়ে থানার পাশে) অস্থায়ী বসতি গড়ে তোলা ২৫টি বেদে পরিবার। এ অবস্থায় প্রশাসনের কাছে সরকারী খাদ্য সহায়তা কামনা করেছেন তারা।
গতকাল ২৯শে মার্চ বিকেলে বেদে পরিবারগুলোর মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করতে যান রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। এ সময় বেদে পরিবারগুলো তার কাছে খাদ্য সহায়তা চান।
বেদেদের সরদার মোহাম্মদ শেখ বলেন, ‘আমরা ২৫টি পরিবারের ১২৫ থেকে ১৩০ জন মানুষ প্রায় এক মাস ধরে এখানে অস্থায়ী বসতি গড়ে রয়েছি। করোনা ভাইরাসের কারণে আমরা এখান থেকে বের হতে পারছিনা, কোন কাজকর্মও করতে পারছি না। আশেপাশের মানুষের গম কেটে ১০০ বা ২০০ টাকা পাচ্ছি। তাই দিয়ে বাজার সদাই করে কোনবেলা খেয়ে কোনবেলা না খেয়ে কোনমতে দিন পার করছি। থানার ওসি সাহেব আমাদের মাস্ক দিতে এসেছেন তাই তাকে কাছে পেয়ে আমরা তার কাছে খাদ্য সহায়তা চেয়েছি। স্যার আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।’
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, ‘বেদে পরিবারগুলোর মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে সচেতন করা হয়েছে। তারা আমার কাছে খাদ্য সহায়তা চেয়েছেন। আমি বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখবো তাদের জন্য কিছু খাদ্য সহায়তার ব্যবস্থা করা যায় কি না।’
মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের সময় রাজবাড়ী সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহীদুল ইসলাম ও এস.আই মোঃ জাফর ইকবাল উপস্থিত ছিলেন।