Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় তিন শিক্ষার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ৩জন শিক্ষার্থীর উদ্যোগে গতকাল ২৯শে মার্চ দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের কারণে অসহায় হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ সাঈদ জিলান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাফিয়া জান্নাত দিশি ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী মিয়া আশরাফ মাহমুদ সোহাগ পাংশার এই তিন শিক্ষার্থী বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে অসহায় হয়ে পড়া হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে নিজেদের জমানো অর্থ ও পরিবারের নিকট থেকে অর্থ নিয়ে চাল, ডাল, তেল, পেঁয়াজ, ডিম ও সাবান কিনে বিতরণের উদ্যোগ নিয়েছেন।
গতকাল রবিবার দুপুর ১২টার দিকে পাংশা উপজেলা পরিষদ কোয়াটার চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস ও পাংশা উপজেলা এলজিইডি অফিসের হিসাব রক্ষক মোঃ সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।
গতকাল রবিবার তিন শিক্ষার্থী পাংশা শহরে বাড়ীবাড়ী গিয়ে হতদরিদ্র ১০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এভাবে ১শ’টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
মহাদুর্যোগের এ সময়ে হতদরিদ্রদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেন মানবেতর সেবায় উদ্যোগী তিন শিক্ষার্থী।