Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে করোনা ভাইরাস সন্দেহে শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামারকে ঢাকায় প্রেরণ

॥দেবাশীষ বিশ্বাস॥ করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে রাজবাড়ী জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার (৩০)কে গতকাল ২৬শে মার্চ বিকেলে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম বলেন, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামারের শরীরে জ্বর, গলা ব্যাথা এবং কাঁশি থাকায় রাজবাড়ী সদর হাসপাতাল থেকে তাকে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন জেলা শিক্ষা অফিসের ওই কর্মকর্তা। কর্মকর্তার পাশের বাসায় আমেরিকা থেকে আসা এক প্রবাসী অবস্থান করায় তার আত্মীয় স্বজন শিক্ষা অফিসের ঐ কর্মকর্তার বাসায় আস-যাওয়া করতেন। হঠাৎ করে ঐ কর্মকর্তা জ্বর এবং কাশিতে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসাপাতালে গেলে সেখান থেকে গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মো. নুরুল ইসলাম আরো বলেন, করোনা ভাইরাস সন্দেহে জেলা শিক্ষা অফিসের ওই কর্মকর্তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কি না।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, রাজবাড়ী পৌরসভার ২নং বেড়াডাঙ্গা এলাকার একটি ভাড়ার বাসা থাকা এক কর্মকর্তাকে করোনা ভাইরাস সন্দেহে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তবে তিনি যে বাসায় থাকতেন সেই বাসায় কোন প্রবাসী আসেনি। তার পাশের বাসায় আমেরিকা প্রবাসী এসেছিলো। সেই বাসার সবাইকে পুলিশ হোম কোয়ারেন্টাইনে রেখেছিলো।
উল্লেখ্য, এরআগে রাজবাড়ী জেলার পাংশা থেকে আওয়ামী লীগ নেতা দীপক কুন্ডুকে করোনা ভাইরাস সন্দেহে ঢাকায় প্রেরণ করা হলেও সেখানে তাকে পরীক্ষা করে করোনা ভাইরাস পাওয়া যায়নি। পরে তাকে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।