॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের লিজা হেলথ কেয়ারে গতকাল বুধবার সকালে পরিচালনা পরিষদ, চিকিৎসক ও কর্মকর্তাদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় লিজা হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু বলেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং জেলা আওয়ামী লীগের নেতা বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যে দিকনির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নে লিজা হেলথ কেয়ার অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, লিজা হেলথ কেয়ার প্রতিষ্ঠার পর থেকে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। বিগত সময়ে ডেঙ্গু প্রতিরোধে লিজা হেলথ কেয়ার মানুষের পাশে থেকে সেবা দিয়েছে। এবারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিসহ যে কোনো রোগের চিকিৎসা সেবায় লিজা হেলথ কেয়ার বদ্ধপরিকর। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতায় করণীয় বিষয়াদীসহ সর্বসাধারণের চিকিৎসা সেবায় কার্যকরী ভূমিকা রাখতে লিজা হেলথ কেয়ারে ৩টি হটলাইন চালু আছে বলে জানান তিনি।
গতকাল বুধবার সকাল ১১টায় লিজা হেলথ কেয়ারে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি। দীপক কুন্ডু বলেন, সাম্প্রতিক সময়ে সর্দি-কাশির জন্য তাকে করোনা সন্দেহে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়। তিনি করোনা ভাইরাসমুক্ত। তার শরীরে করোনা ভাইরাসের কোনো জীবাণু টেস্টে ধরা পড়ে নাই। তিনি এখন সুস্থ। তার রোগমুক্তিতে যারা দোয়া ও প্রার্থনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতাসহ মহান স্রষ্টার প্রতি শুকরিয়া জানান তিনি। করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে জীবযাপনের গুরুত্বারোপ করেন তিনি।
সভায় পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, লিজা হেলথ কেয়ারের পরিচালক মোঃ নুরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার, অন্যান্য চিকিৎসকবৃন্দসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।