Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে বাস চলাচল বন্ধ সীমিত আকারে চলছে ট্রেন

॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ীতে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া সীমিত আকারে চলছে ট্রেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজবাড়ী-পোড়াদহ রুটের লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী-গোয়ালন্দ ঘাট রুমের মধুমতি ট্রেন। এছাড়া সম্পূর্ণ বন্ধ রয়েছে বাস চলাচল। জেলা থেকে ছেড়ে যায়নি লোকাল ও দূরপাল্লার কোন বাস এবং ছেড়েও আসেনি। তবে দৌলতদিয়া ঘাট থেকে অল্প কিছু অন্য জেলার লোকাল বাস চলাচল করছে। এর পাশাপাশি যাত্রী পরিবহনে শহর ও আঞ্চলিক মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিক্সা ও মাহেন্দ্র চলাচল ছিল উল্লেখযোগ্য হারে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে রাজশাহীগামী মধুমতি ট্রেনটির চলাচলে এখনো কোন নিষেধাজ্ঞা জারী করা হয়নি।
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান মৃধা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জেলায় সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে দৌলতদিয়া থেকে অন্য জেলার কিছু লোকাল বাস চলাচল করছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হবে।
অপরদিকে জনসমাগম এড়াতে সব চায়ের দোকান ও খাবার হোটেলে বসে খাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। জরুরী প্রয়োজন ব্যতীত কাউকে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ করা হচ্ছে।