Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা পৌরসভার মেয়রের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ শুরু

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের উদ্যোগে এবং পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন পাতাসহ পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণসহ প্রচার অভিযান শুরু হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে পাংশা শহরের কালিবাড়ী মোড় এলাকা থেকে লিফলেট বিতরণসহ প্রচার অভিযান শুরু করা হয়।
জানা যায়, নেতৃবৃন্দ বাজারের বিভিন্ন দোকানপাট ও রাস্তায় ভ্যান-রিক্সা-অটোবাইকসহ বিভিন্ন যানবাহনে- আতঙ্কিত না হয়ে করোনা ভাইরাস প্রতিরোধে হাত-মুখ সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা, জনসমাগম এড়িয়ে চলা, হাঁচি-কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং বিদেশ থেকে আগত লোকজনের অন্তত ১৪দিন নিজগৃহে অবস্থান করার বিষয়সহ এ সংক্রান্ত তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ কার্যক্রমে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের সাথে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুদ্দিন মিয়া, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার, পাংশা পৌরসভার কাউন্সিলর লাবলু বিশ্বাস ও আব্দুল ওয়াহাব সরদার, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম, পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, এডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা আদি মহাশ্মশানের পুরহিত অনিল কুমার বিশ্বাস ও পাংশা কালিবাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক অসিত কুমার কুন্ডু প্রমূখ উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ ও এ সংক্রান্ত মাইকে প্রচার অভিযান অব্যাহত থাকবে বলে জানান, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস।