Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালী থানায় আগতদের হাত ধোয়ার ব্যবস্থা করেছেন ওসি

॥সোহেল মিয়া॥ সারা বিশ্ব এখন করোনা ভাইরাস আতংকে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। অসহায় হয়ে পড়েছে মানুষ। বাংলাদেশও রয়েছে মারাত্মক ঝুঁকিতে। এরই মধ্যে করোনা ভাইরাসে মারা গেছেন একজন। আক্রান্তের সংখ্যা ১৭ জন।
প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। নিয়েছে বিভিন্ন পদক্ষেপ। সেই সাথে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক বিভিন্ন পরামর্শও দেয়া হচ্ছে জনগণকে। এর মধ্যে অন্যতম হচ্ছে হাত ধোয়া।
এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে থানায় আগতদের হাত ধোয়ার ব্যবস্থা করেছেন রাজবাড়ী জেলার কালুখালী থানার ওসি কামরুল হাসান। গতকাল ১৯শে মার্চ বিকালে আনুষ্ঠানিকভাবে হাত ধোয়ার বেসিন উদ্বোধন করা হয়। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমসহ থানার পুলিশ সদস্য ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ওসি কামরুল হাসান বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে পরিস্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নাই। এ জন্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার এর নির্দেশনায় থানায় আগতদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে প্রতিরোধমূলক হাত ধোয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।