Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৩ই জুন দুপুর ২টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসিনা বেগম, উপজেলা প্রকৌশলী সজল দত্ত ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী বান্ধব সরকার। আপনারা মনে রাখবেন, আপনাদের জন্য কোটা বরাদ্দ আছে। ছাত্র-ছাত্রীরা যেন মনোযোগ সহকারে লেখাপড়া করে, সুশিক্ষায় শিক্ষিত হয়-এটাই আমার প্রত্যাশা। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মোট ৭৮জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।