Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাজবাড়ী জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি

॥স্টাফ রিপোর্টার॥ যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে আজ ১৭ই মার্চ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হলেও করোনা ভাইরাস জনিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জনসমাগম পরিহার করে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
সংশোধিত কর্মসূচী অনুযায়ী, সূর্যোদয়ের সাথে সাথে রাজবাড়ী পুলিশ লাইন্সে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, একই সময়ে সকল সরকারী/বেসরকারী ভবন/প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টা হতে শুরু হয়ে সুবিধামত সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, সকাল সোয়া ৯টায় একই স্থান থেকে জাতির পিতার জন্মশতবর্ষের ১শত বেলুন উড্ডয়ন, বাদ জোহর সকল মসজিদে এবং সুবিধামত সময়ে মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দুপুর ১টায় জেলা কারাগার, সরকারী হাসপাতাল, সরকারী শিশু পরিবার ও ডাঃ আবুল হোসেন ট্রাস্ট এতিমখানায় উন্নতমানের খাবার ও মিষ্টি পরিবেশন, সন্ধ্যায় গুরুত্বপূর্ণ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনসমূহে আলোকসজ্জা এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ নানা বর্ণের পতাকা দ্বারা সুসজ্জিতকরণ, রাত ৮টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আতশবাজীর মধ্য দিয়ে মুজিববর্ষের শুভ উদ্বোধন এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান সম্প্রচার।