॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের গ্লোবাল ভিলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল ১৫ই মার্চ গ্লোবাল ভিলেজের অফিসিয়াল টুইটার থেকে এই তথ্য জানানো হয়েছে।
গ্লোবাল ভিলেজ দুবাইয়ের অন্যতম একটি ব্যবসায়িক কেন্দ্র এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের স্টলের মাধ্যমে পণ্যের পরিচিতি এবং বিক্রয় কার্যক্রম চলে। গ্লোবাল ভিলেজে তথ্যপ্রযুক্তির ব্যবহারও চমৎকার। এবারের আসরটি আগামী ৪ঠা এপ্রিল পর্যন্ত চালু থাকার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
করোনা ভাইরাস ঃ দুবাইয়ের গ্লোবাল ভিলেজ বন্ধ ঘোষণা
