॥মাহবুব হোসেন পিয়াল॥ প্রখ্যাত সূফী সম্রাট খাজা শাহ সূফী মিনাজ উদ্দিন আল চিশতী নিজামী(রঃ) ঝিটকা শরীফ-এর স্মরনের ফরিদপুর শহরতলীর বাখুন্ডা সূফী দরবার শরীফে তিনদিন ব্যাপী ৩৫তম বাৎসরিক ওরশ মোবারক গত ১২ই মার্চ থেকে শুরু হয়েছে।
ওরশের প্রথম দিন দরবার শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী পবিত্র কোরআন তেলওয়াত, মাগরিবের নামাজান্তে মিলাদ মাহফিল ও এশার নামাজান্তে ওয়াজ নছিহত, তবারক বিতরন করা হয়। রাত সাড়ে ১১টায় আখেরী মোনাজাত পরিচালনা করেন সূফী দরবার শরীফের খেলাফত প্রাপ্ত পীর ছাহেব শাহ সূফী মোঃ আব্দুল মজিদ আল চিশতী নিজামী(সূফী মজিদ) ।
ওরশের দ্বিতীয় দিন গতকাল ১৩ই মার্চ শুক্রবার রাতে বিচারগান পরিবেশন করেন ঢাকার আলেয়া বেগম বনাব ঝিনাইদহের নজরুল ইসলাম বয়াতী।
ওরশের তৃতীয় ও শেষ দিনে মঞ্চে বিচার গান পরিবেশন করবেন মানিকগঞ্জের ছোট আবুল সরকার বনাম মানিকগঞ্জের তাপসী সরকার। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় থাকবেন গেরদা ইউনিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক ও সমাজসেক মোঃ সায়েদুল হক তৌহিদ।