॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১০ই মার্চ “দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নের আনবো গতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মাহবুব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম মনোয়ার মাহমুদ, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা অগ্নিকান্ড ও নানা দুর্যোগে সচেতন হওয়ার গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, শিক্ষা কর্মকর্তা মোঃ বছির উদ্দিন, পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী বজলুর রহমান ও পাংশা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহমেদের নেতৃত্বে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।