॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় মেঘনা ব্যাংক লিমিটেডের উদ্যোগে গতকাল ৮ই মার্চ বিকেলে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে সফল ৩জন নারী উদ্যোক্তার মাঝে ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে।
মেঘনা ব্যাংক লিমিটেডের পাংশা শাখার ম্যানেজার অমিত কুমার সঞ্জয়ের সভাপতিত্বে ও ডেপুটি ম্যানেজার জাকারিয়া খান জেমস’র সঞ্চালনায় অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন(পাতা), পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, স্বর্ণদীপ বিউটি পার্লারের স্বত্বাধিকারী সুলতানা শারমীন স্বপ্না, পাংশা সরকারী কলেজের প্রভাষক শামীমা আক্তার মিনু ও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী তাসমিয়া খাতুন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন। সেই সাথে মেঘনা ব্যাংকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন ও সফল নারী উদ্যোক্তাদের ক্রেডিট কার্ড প্রদান প্রশংসনীয় উদ্যোগ বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোঃ হাবিবুর রহমান, পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সদস্য আহম্মদ আলী মালু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ লাল্টু, পাংশা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, স্বেচ্ছাসেবী নারী অঙ্গন সংস্থার সভানেত্রী সান্তনা বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।