Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় বিশ্ব এতিম দিবস পালিত

॥মোক্তার হোসেন॥ ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের উদ্যোগে গতকাল ১১ই জুন বিকেলে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্ব এতিম দিবস-২০১৭ পালিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।
তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিষয়সহ সামাজিক কল্যাণের কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ নেফাজ উদ্দিন ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন বক্তব্য রাখেন।
এতে স্বাগত বক্তব্যে ইসলামিক রিলিফ বাংলাদেশ, রাজবাড়ী ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ জাকারিয়া। তিনি বলেন, ১৫ রমজান বিশ্ব এতিম দিবস। এতিম শিশুদের অধিকার রক্ষা, সুরক্ষা প্রদান ও আন্তর্জাতিকভাবে তাদের প্রতি সমর্থন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব এতিম দিবসের তাৎপর্য এছাড়া এলাকায় ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক এতিম ৬-১৮ বছর বয়সী শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসহ কর্মসংস্থানের সহযোগিতা প্রদানের কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংস্থার ফিল্ড অফিসার নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে কসবামাজাইল ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মনিরুজ্জামান, এনজিও সম্প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী আসকার দানীয়েল সীপার, এফএইচ সংস্থার মাছপাড়া এরিয়া টিম লিডার মানিক রামবারী, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের সহায়তাপ্রাপ্ত এতিম শিশুরা ও তাদের অভিভাবকবৃন্দ এবং ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।