Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

॥মনির হোসেন॥ কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই মার্চ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।
অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আঃ রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনার সঞ্চালনা করেন রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি) ইন্সট্রাক্টর আয়ুব আলী মন্ডল।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাওয়া খাতুন, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান হালিমা বেগম, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তাগণ বলেন, ভালোভাবে জেনে-বুঝে বিদেশে না যাওয়ার কারণে আমাদের প্রবাসীরা হয়রানীর শিকার হয়। তাদের এই হয়রানী বন্ধ করতে হবে। কারণ তারা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখে। কিন্তু আমরা প্রবাসীদের যথাযথ সম্মান করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের হয়রানী বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণ করেছেন। বিদেশে যেতে হলে সংশ্লিষ্ট কাজে দক্ষতা অর্জন করে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে হবে।