Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা চলছে

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল বুধবার সপ্তাহ ব্যাপী দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিন জমজমাট ভাবে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছে।
গতকাল বুধবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতায় গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে চৌধুরী আব্দুল হামিদ একাডেমী, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসা বনাম দৌলতদিয়া মডেল হাই স্কুল এবং গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বনাম চৌধুরী মাহবুব হোসেন বালিকা বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান প্রমূখ।
“দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য” শীর্ষক বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতা চলাকালে বিচারকের আসনে দায়িত্ব পালন করেন উপজেলা ভ্যাটিরিনারী সার্জন মোঃ মিজানুর রহমান, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের শিক্ষক আব্দুল আউয়াল ও উপজেলা একাডেমী সুপার ভাইজার তাহমিনা বেগম প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বে চৌধুরী আব্দুল হামিদ একাডেমীকে পরাজিত করে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। উভয় নির্ধারিত বিষয়ের উপর নানাভাবে যুক্তি তুলে ধরে উপস্থাপন করে। আগামী ৯ই মার্চ পর্যন্ত চলবে বিতর্ক প্রতিযোগিতা। সার্বিক সহযোগিতা করছে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ইন বাংলাদেশ ও টেলিভিশন মিডিয়া চ্যানেল আই।