Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় মঞ্চস্থ হলো এইডস বিষয়ক সচেতনতামূলক নাটক ‘নিঃশব্দে ঘাতক’

॥এম.এইচ আক্কাছ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে গত ৩রা মার্চ সন্ধ্যায় দৌলতদিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে এইচআইভি/এইডস বিষয়ক সচেতনতামূলক নাটক ‘নিঃশব্দে ঘাতক’ মঞ্চস্থ হয়।
গোয়ালন্দ সম্মিলিত নাট্য দলের পরিচালনা ও পরিবেশনায় নাটকটিতে এইচআইভি/এইডস ছাড়াও বাল্য বিবাহ, ইভটিজিং, মাদকসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সম্মিলিত নাট্য দলের সভাপতি ইসলাম মোল্লাসহ শিল্পী মাইনদ্দিন মানু, আবুল কাশেম মোল্লা, প্রণব ঘোষ, আতাউর রহমান, এরশাদ হোসেন সবুজ, সাধন কুমার, আব্দুস সামাদ, শামু, মিতা নূর ও সাজেদা প্রমুখ নাটকটিতে অভিনয় করেন। দৌলতদিয়া পতিতাপল্লীর বাসিন্দাসহ স্থানীয় দর্শকরা নাটকটি উপভোগ করেন।
নাটকটি পরিবেশনের পূর্বে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ জুলফিকার আলীর সভাপতিত্বে ও ফিল্ড অর্গানাইজার সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা পর্বে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিচালক ডাঃ মাহজাবীন চৌধুরী, প্রধান হিসাব রক্ষক শেখ মোঃ কবির, মেডিকেল অফিসার ডাঃ অয়ন নন্দী, ডাঃ আল আমিন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।