Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে দিনব্যাপী নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মশালা

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শেখ রাসেল ডিজিটাল এন্ড ভাষা ল্যাব প্রকল্পের আওতায় সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের অধীনে ইয়াংবাংলা এর সহযোগিতায় গতকাল ১০ই জুন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী নেটওয়ার্কিং ও প্রশিক্ষণ প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ রাসেল ডিজিটাল এন্ড ভাষা ল্যাব প্রকল্পের কো-অর্ডিনেটর নাদিম মির্জা ও প্রশিক্ষক নাবিল চৌধুরী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি)সহ প্রশিক্ষণ নিতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাব সংশ্লিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রশিক্ষণে জেলা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব সংশ্লিষ্ট শিক্ষকদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রায় ৬০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।