॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গতকাল ২রা মার্চ ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে মুজিব শতবর্ষের সাদা ক্যাপ ও ব্যানার সহকারে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম(বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জান ডাঃ এএফএম শফীউদ্দীন(পাতা) প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে আইডি কার্ড ও ভোটার সংক্রান্ত বিশেষ সেবা প্রদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।