॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে গত ১লা মার্চ সন্ধ্যায় নজরুল সঙ্গীত সন্ধ্যা ও উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ওস্তাদ দুলাল কুমার দাস ও তাঁর সহ-শিল্পীবৃন্দের পরিবেশনায় নজরুল সঙ্গীত সন্ধ্যা ও উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করা হয়।
সন্ধ্যার আগ থেকে শুরু করে গভীররাত পর্যন্ত চলে। এ সময় কয়েক শ নজরুল সঙ্গীত ভক্ত ও শ্রোতারা নজরুল সঙ্গীত সন্ধ্যা এবং উচ্চাঙ্গ সঙ্গীত উপভোগ করেন। অনুষ্ঠানে উপভোগকালে উপস্থিত ছিলেন সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র কোমল কুমার সাহা, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গবিন্দ চন্দ্র মন্ডল, বাম নেতা ও ব্যবসায়ী লিয়াকত হোসেন প্রমুখ।
গোয়ালন্দে নজরুল সঙ্গীত সন্ধ্যা ও উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান
