Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাস্তা ও ব্রীজ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ৯ই জুন শুক্রবার সদর উপজেলার শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসার মাঠ ভরাটের কাজসহ ১টি রাস্তা ও ২টি ব্রীজের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
সকাল সাড়ে ১০টায় তিনি প্রথমে গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিটা) কর্মসূচীর আওতায় দাদশী ইউপির শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসার মাঠ ভরাটের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এরপর তিনি বেলা ১১টায় সদর উপজেলার বানীবহ ইউনিয়নের মহিষ বাথান গ্রামের শামছুল হকের বাড়ী হতে ঈদগাহ পর্যন্ত অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ, সাড়ে ১১টায় একই ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের ওয়াজেদ খাঁর বাড়ীর নিকট হড়াই নদীর উপর বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিপি)’র আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ৬০ফুট দৈর্ঘ্যরে ব্রীজ নির্মাণ কাজ এবং বেলা ১২টায় সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ডাউকি গ্রামের নরেশ চৌধুরীর বাড়ীর নিকট হড়াই নদীর উপর একই কর্মসূচীর আওতায় একই অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ৫০ফুট দৈর্ঘ্যরে ব্রীজ নির্মাণ প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।