Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে চার ফসল ধারার উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ীতে চার ফসল ধারার (সরিষা-তিল-রোপা আউশ-রোপা আমন) অধীনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২২শে ফেব্রুয়ারী বেলা ১১টায় রাজবাড়ী সদর উপজেলার বড় নূরপুর গ্রামে ফসল নিবিড়তা বৃদ্ধিকরণে চার ফসল ভিত্তিক ফসল বিন্যাস উদ্ভাবন ও বিস্তার কর্মসূচীর অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)’র ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএআরআই’র গাজীপুর সরেজমিন গবেষণা বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোঃ আককাছ আলী। ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা এ.এফ.এম রুহুল কুদ্দুসের সঞ্চালনায় প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে কর্মসূচী পরিচালক ড. মোঃ ফারুক হোসেন, কুষ্টিয়া সরেজমিন গবেষণা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। ৬০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে কৃষকদেরকে নতুন প্রযুক্তি ব্যবহার করে অধিক ফসল ফলানোর ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়।