Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বৃত্তি ও বিভিন্ন উপকরণ বিতরণ

॥শেখ মামুন॥ রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীর মধ্যে বাই সাইকেল, শিক্ষা বৃত্তি, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, জেলা সমবায় অফিসার আব্দুর রহমান ও উপজেলা সমবায় অফিসার সেলিনা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মধ্যে ২৫টি বাই সাইকেল, ৭০ জনকে ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি, ১০৪ জনের মধ্যে শিক্ষা উপকরণ (৪টি খাতা, ৫টি কলম, ১টি পেন্সিল বক্স, ১টি ছাতা, ওয়াটার পট, লিকুইড হ্যান্ডওয়াশ ১টি, হাই লাইটার ১টি) এবং নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী (১ সেট হারমোনিয়াম, ডুগি তবলা-খোলসহ, ৪টি ফুটবল, ৪টি ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প, ৪টি ব্যাডমিন্টন ব্যাট, নেট-কর্কসহ) বিতরণ করা হয়।