Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদরের সমবায় সমিতির সুবিধাভোগী মহিলা সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ

॥শেখ মামুন॥ রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে গতকাল ২৫শে ফেব্রুয়ারী দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন’ প্রকল্পের আওতায় গঠিত সমবায় সমিতির সুবিধাভোগী সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, জেলা সমবায় অফিসার আব্দুর রহমান ও উপজেলা সমবায় অফিসার সেলিনা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী।
অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলার ৫০ জন সমবায় সমিতির সদস্যের মধ্যে ১ লক্ষ ২০ হাজার টাকা করে মোট ৬০ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। ঋণপ্রাপ্তদের ঋণের টাকায় উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের আহ্বান জানানো হয়।