Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে ৫ গুণীর হাতে সম্মাননা স্মারক তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার

॥হেলাল মাহমুদ॥ মুজিববর্ষ ও অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষে গোয়ালন্দের ৫জন গুণীকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
গত ২২শে ফেব্রুয়ারী রাতে গোয়ালন্দ কোর্ট চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে তাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত গুণীজনেরা হলেন-রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক সুলতান উদ্দিন আহমেদ, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক সৈয়দ উদ্দিন মিয়া, একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজী শিক্ষক নির্মল কুমার কুন্ডু এবং উপজেলার প্রথম স্নাতক ডিগ্রী অর্জনকারী নারী জহুরা খাতুন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন, কামরুল ইসলাম সরকারী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নূরুজ্জামান মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
গুণীজনদের সংবর্ধনা প্রদানের বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ও মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ‘মুজিববর্ষের অঙ্গীকার, প্রশাসন হবে জনতার’-শ্লোগানকে সামনে রেখে আমরা কাজ করছি। এরই অংশ হিসেবে উপজেলার গুণীজনদের সংবর্ধনা দেয়া হলো।