Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ব্লাড ব্যাংক সংগঠনের প্রধান উপদেষ্টা মিতুল হাকিমের সাথে নেতৃবৃন্দের মতবিনিময়

॥মোক্তার হোসেন॥ ব্লাড ব্যাংক পাংশা(অনলাইন) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমের সাথে গতকাল ২১শে ফেব্রুয়ারী সন্ধ্যায় সংগঠনের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাতকালে মতবিনিময় করেছেন।
পাংশা ডাক বাংলোয় সংগঠনের প্রধান উপদেষ্টা আশিক মাহমুদ মিতুল হাকিমের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।
এ সময় প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের উদ্যোগে বিনা মূল্যে প্রায় ৭শত ব্যাগ রক্তদান করা, প্রায় ২হাজার ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করাসহ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের কার্যক্রম সম্পর্কে সংগঠনের প্রধান উপদেষ্টা আশিক মাহমুদ মিতুল হাকিমকে অবহিত করেন তারা।
সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিম সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মুজিববর্ষ উপলক্ষে আর্তমানবতার সেবায় ব্লাড ব্যাংক পাংশা (অনলাইন) -এর কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। সেই সাথে সংগঠনের সকলকে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।
পাংশা ডাক বাংলোয় সংগঠনের প্রধান উপদেষ্টা আশিক মাহমুদ মিতুল হাকিমের সাথে সৌজন্য সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা এ্যাডমিন পার্থ সাহা, প্রধান সমন্বয়কারী মোঃ রফিকুল ইসলাম খান, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য মোঃ আবু সাঈদ, মাহিন আহম্মেদ, রেজওয়ান আহম্মেদ, পারভেজ শেখ, এইচএন হাসান, আশিক মাহমুদ মিতুল হাকিম ফ্যান ক্লাবের নির্বাহী সদস্য পাংশা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,“মুজিববর্ষের শপথ নেই-অন্যের তরে রক্ত দেই” প্রতিপাদ্যকে সামনে রেখে আশিক মাহমুদ মিতুল হাকিম ফ্যান ক্লাবের সার্বিক সহযোগিতায় ব্লাড ব্যাংক পাংশা (অনলাইন) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গত ২৯ শে জানুয়ারী থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন শুরু করেছে। এ পর্যন্ত পৃথক ৪টি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। খুব শিঘ্রই পাংশা সরকারী কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনার প্রস্তুতি চলছে বলে জানান সংগঠনের প্রধান সমন্বয়কারী মোঃ রফিকুল ইসলাম খান(পলাশ)।