Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সরকার প্রতিটি স্কুলে মুজিব বর্ষ পালনের জন্য সিদ্ধান্ত নিয়েছে —এমপি কাজী কেরামত আলী

॥আশিকুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর কো-অপারেটিভ হাই স্কুলে গতকাল ২৩শে ফেব্রুয়ারী বিকেলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
বসন্তপুর কো-অপারেটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আদেল উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস.এম. নওয়াব আলী ও বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মান্নান গাজী বক্তব্য রাখেন।
এ সময় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ ফিরোজ, বসন্তপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক মুকুল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী শেখ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী লুৎফর, সহ-সভাপতি শাহিন ফকির শাফিন, সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলী ফকির, ছাত্রলীগ নেতা দেওয়ান মোঃ রিয়ান, জিদ্দি ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে ওনার বয়স হতো ১০০ বছর। এ কারণে প্রতিটি স্কুলে, প্রতিটি প্রতিষ্ঠানে মুজিব শতবর্ষ পালনের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিলো সেই স্বপ্নকে বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা যেন সফল হতে পারেন সেইজন্য আমরা কাজ করবো। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া শুধুমাত্র শেখ হাসিনার একার দায়িত্ব নয়, আমাদের সকলেরই দায়িত্ব তার হাতকে শক্তিশালী করা। আমরা সকলে মিলেমিশে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবো।
তিনি আরো বলেন, বাংলাদেশে বসে এখনো যারা পাকিস্তানের চিন্তাচেতনা ভুলতে পারে নাই তাদের সেই চিন্তা বাদ দিতে হবে। কারণ, আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। বাংলাদেশে একটি লাল সবুজের পতাকা এনে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই পতাকাকে যথাযথ সম্মান দিয়ে আমাদের সম্মিলিতভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।