॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহর থেকেই ফুলে ফুলে ভরে ওঠে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলের সামনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।
গতকাল ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ১মিনিট নীরবতা পালনের পর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাবেক মন্ত্রী ইঞ্জিঃ খন্দকার মোশাররফ হোসেন,এমপি। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সুবল চন্দ্র সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, অন্যান্য রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ।
এছাড়াও সকাল ৮টায় জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানের নেতৃত্বে একটি বিশাল প্রভাত ফেরী শহর প্রদক্ষিণ করে।
ফরিদপুরে নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
