Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল ২০শে ফেব্রুয়ারী বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুলকর শাহীনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক লিটন কুমার নাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাঈদুজ্জামান রুমি, সাধারণ সম্পাদক লুৎফর রহমান চুন্নু মিয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আজ রাত ১২টার পর থেকেই অমর একুশে ফেব্রুয়ারী। ফেব্রুয়ারী মানেই ত্যাগের মাস, ভাষার মাস। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী আমাদের মাতৃভাষা বাংলাকে রক্ষার জন্য সকল বাঁধা উপেক্ষা করে ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ শ্লোগানে রাজপথে নেমেছিল বাঙালী জাতি। এ মাসেই ঢাকার রাজপথে রক্তাক্ষরে লেখা হয়েছিল বাঙালী জাতির ত্যাগের মহিমা। বাংলা ভাষা রক্ষার্থে এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে।