॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের দুই কৃষকের ৩ বিঘা (৬৬ শতাংশ) জমির পেঁয়াজ ক্ষেত রাতের আঁধারে নষ্ট করে ফেলেছে দুর্বত্তরা।
গত ১৯শে ফেব্রুয়ারী দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ঃ গাবলা গ্রামের আসাদ মন্ডল এবং করিম শেখ। তাদের মধ্যে আসাদ মন্ডলের ৪৪ শতাংশ এবং করিম শেখের ২২ শতাংশ জমির পেঁয়াজ ক্ষেত নষ্ট করা হয়েছে।
ধারালো অস্ত্র দিয়ে নির্দয়ভাবে পেঁয়াজের মাথার কদম(ফুল) কেটে ফেলা হয়েছে। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন।
এ খবর ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সকাল থেকে সারা দিনব্যাপী আশপাশের এলাকাগুলো থেকে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত দেখতে আসে।
স্থানীয় বাসিন্দা ইউনুস মোল্লা বলেন, ‘যারা এ জঘন্য কাজ করেছে তারা অমানুষ। তাদের কঠোর শাস্তি হওয়া দরকার। কৃষকদের এর চেয়ে বড় সর্বনাশ আর নেই।’
বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু কয়েকজন ইউপি সদস্যকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ‘চিহ্নিত দুর্বৃত্তরা ন্যাক্কারজনক এ কাজটি করেছে। অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। নইলে আমাদের সরকারেরও বদনাম হবে।’
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক আসাদ মন্ডল বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’