Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের তিন দিনব্যাপী কর্মসূচী

॥স্টাফ রিপোর্টার॥ যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন তিন দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীসমূহের মধ্যে রয়েছে ঃ আগামীকাল ১৯শে ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টায় রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী ‘একুশে বইমেলা’ উদ্বোধন, একই স্থানে (বইমেলার মঞ্চে) ২০শে ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিট থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দান সংলগ্ন শহীদ মিনারে সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত সংস্থা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ কর্তৃক পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সুবিধামতো সময়ে ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিকাল ৩টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ডাঃ আবুল হোসেন কুইজ প্রতিযোগিতা, একই স্থানে বিকাল ৪টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, সাড়ে ৪টায় ‘একুশের প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা, ৫টায় অতিথিদের বইমেলার স্টল পরিদর্শন, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সোয়া ৭টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।