Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় আদি মহাশ্মশানে ছুটির দিনে নামযজ্ঞ ও মেলায় দর্শনার্থীদের ভিড়

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা আদি মহাশ্মশানের মহানামযজ্ঞ ও মেলায় গতকাল ১৪ই ফেব্রুয়ারী ছুটির দিনে ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা ভিড় জমায়। প্রসাদ নিতেও ভিড় জমায় ভক্তবৃন্দ।
গতকাল শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মহানামযজ্ঞ ও মেলায় ভিড় ঠেকাতে হিমশিম খেতে হয় শ্মশান কমিটির নেতৃবৃন্দের।
এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যারাতে পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গোবিন্দ কুমার কুন্ডু, ভারতের চাকদহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী দীপক কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্তমান সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি অনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু, কোষাধ্যক্ষ অসিত কুমার কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী সুনীল কুমার বিশ্বাস, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে, পাংশা আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ মেলা পরিদর্শন করেন।
শ্মশান কমিটির নেতৃবৃন্দ জানান, পাংশা আদি মহাশ্মশানে ৮১তম ৭২ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান, শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা ও মেলা গত ৮ই ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে। মেলা ও মহানাম যজ্ঞানুষ্ঠান চলবে ১৭ই ফেব্রুয়ারী পর্যন্ত। মেলা ও মহানামযজ্ঞ অনুষ্ঠান শেষের দিকে। এখন ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে। আগামীতে মেলার জায়গা ও ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণের জায়গা বাড়ানোর পরিকল্পনা করছেন তারা।