Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভাঙ্গা থেকে বিকাশ প্রতারক চক্রের আরো ১জন গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ র‌্যাবের অভিযানে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে বিকাশ প্রতারণা চক্রের আরেক সদস্য গ্রেফতার হয়েছে।
গত ১১ই ফেব্রুয়ারী বিকালে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ভাঙ্গা উপজেলার গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইখলাছ শেখ একই উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে। এ সময় তার কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন, ৮টি সিম কার্ড ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর র‌্যাব তাকে ফরিদপুর ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত আলামতসহ ভাঙ্গা থানায় হস্তান্তর করে একটি মামলা দায়ের করেছে।
র‌্যাব সূত্রে জানা গেছে, প্রতারক চক্রের সদস্যরা অর্থের বিনিময়ে মোবাইল সিম কার্ড বিক্রেতাদের কাছ থেকে ভুয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন করার পর উক্ত সিম কার্ড ব্যবহার করে বিকাশের ডিএসআরদের (একাউন্ট খোলার জন্য নিয়োগকৃত এজেন্ট) মাধ্যমে ভুয়া বিকাশ একাউন্ট খুলে তাদের কাছ থেকে বিকাশ একাউন্টধারীদের লেনদেনের তথ্য সংগ্রহ করে বিকাশের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে বিকাশ একাউন্টের পিন কোড জেনে নিয়ে স্মার্ট ফোনে বিকাশ অ্যাপস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।
উল্লেখ্য, গত কয়েক মাসে র‌্যাবের অভিযানে ভাঙ্গা উপজেলা থেকে প্রায় অর্ধশত বিকাশ প্রতারক গ্রেফতার হয়েছে।