Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভাঙ্গা থেকে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

॥স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ৯ই ফেব্রুয়ারী রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১৯টি মোবাইল ফোন, ৪৭টি সিম কার্ড ও ১টি রাউটার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ঃ মিয়াপাড়া গ্রামের মৃত আহম্মদ হাওলাদারের ছেলে সামাদ হাওলাদার(২৫) এবং মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের মৃত তৈয়ব আলী বেপারীর ছেলে ইলিয়াছ বেপারী(৩৪)। গ্রেফতারের পর র‌্যাব তাদেরকে ফরিদপুর ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত মোবাইল ফোন, সিম কার্ড ও রাউটারসহ ভাঙ্গা থানায় হস্তান্তর করে একটি মামলা দায়ের করেছে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত বিকাশ প্রতারক চক্রের সদস্যরা অর্থের বিনিময়ে মোবাইল সিম কার্ড বিক্রেতাদের কাছ থেকে ভুয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন করার পর উক্ত সিম কার্ড ব্যবহার করে বিকাশের ডিএসআরদের (একাউন্ট খোলার জন্য নিয়োগকৃত এজেন্ট) মাধ্যমে ভুয়া বিকাশ একাউন্ট খুলে তাদের কাছ থেকে বিকাশ একাউন্টধারীদের লেনদেনের তথ্য সংগ্রহ করার পর বিকাশের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে বিকাশ একাউন্টের পিন কোড জেনে নিয়ে স্মার্ট ফোনে বিকাশ অ্যাপস ব্যবহারের মাধ্যমে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।