॥স্টাফ রিপোর্টার॥ শূন্য হওয়া রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আগামী ১৩ই জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে নির্বাচনের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাহফুজুর রহমান গত ৪ঠা জুন এক গণ-বিজ্ঞপ্তি জারী করেছেন। গণ-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ই জুন, ১৪ই জুন মনোনয়নপত্র বাছাই, ২১শে জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৩ই জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
রামকান্তপুর ইউপির ৮ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন ১৩ই জুলাই
