Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ফরিদপুরে র‌্যালী ও আলোচনা

॥মাহবুব হোসেন পিয়াল॥ জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও ময়েজ উদ্দিন সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে গতকাল ৫ই ফেব্রুয়ারী সকালে র‌্যালী, আলোচনা সভা ও বই পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
‘পড়ব বই গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-শ্লোগানকে সামনে রেখে প্রথমে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি জসিমউদ্দীন হল চত্বরে এসে শেষ হয়। এরপর জসিমউদ্দীন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, ইংরেজী বিভাগের শিক্ষক রিজভী জামান, ময়েজউদ্দিন সরকারী গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান সাজু আহমেদ, বেসরকারী গ্রন্থাগার সমিতির সহ-সভাপতি এম.এ সামাদ, ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, জ্ঞান অর্জনের প্রধান উৎস হলো বই। পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে। আর সে জন্য লাইব্রেরীতে আসতে হবে। আলোচনা পর্বের শেষে বই পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু সুফিয়ান চৌধুরী কুশল।