Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার বাঁশআরা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন জিল্লুল হাকিম এমপি

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের ঐতিহ্যবাহী বাঁশআরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন গতকাল ৩রা ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম আনুষ্ঠানিক ভাবে ৪তলা ফাউন্ডেশনের একতলা নতুন ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, আমি এই বাঁশআরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি জনগণের ভোটে চার-চারবার এমপি নির্বাচিত হয়েছি। আমাকে এখন বাঁশআরা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে। এতে আমি অত্যন্ত আনন্দিত। আমার মত পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস, পৌরসভার কাউন্সিলর লাবলু বিশ্বাসসহ অনেকে এই বিদ্যালয়ের ছাত্র ছিল। ভালোমত লেখাপড়া শিখে তোমাদেরকেও আমাদেরমত প্রতিষ্ঠিত হতে হবে। বিদ্যালয়ের শিক্ষক সংকট দূরীকরণ ও নতুন আরও একটি ভবন নির্মাণের আশ্বাস ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে মিসেস সাইদা হাকিম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র লাবলু বিশ্বাস, পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন, পাংশা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাধান কুমার সাহা চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুবনা নাছরিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক শারমীন আক্তার মুক্তা, আহম্মদ আলী মালু, আব্দুর রহিম মোল্লাসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।